ভুলে যাও যদি, প্রিয়ে!
নব প্রেমে !
বলবো না কিছু ; কাঁদবো শুধু-
যাব আর না পিছু-পিছু।

যদি ভাবো- কোন অবসরে
সুখকথা সবে
জীবনের কলরব ফেলে ;
দেখিবে তোমার যাওয়ার পথে
শত ফুল ফোটে আছে হেলিয়া
বলিতে- তব কাছে
হারায় নি ওরা !

ক্ষণিকে ভরিয়া তব প্রেম-পাত্র নীরবে  
মিলাবে সে নির্নিমেষে ।

(রচনাকালঃ  ০৮-১২-২০১৯ ও
২১-১২-২০২৪ )










.