যদি তুমি খুঁজে পাও তারে- কোকিলের ডাকে
মহুয়ার চিকণ ডালে, বুঝিবে সে এক রূপসী
এ সোনার মাটির রূপে ; ঝুলন পূর্ণিমার  চাঁদ দেখে
উছলে গেছে অভিসারী রুকনি-তাই হেলে-দোলে  
হাসিয়া কুটিকুটি ; পিঠে তার কাঁঠালী চামের ছায়া,
পারে কালো বটের ঝুরির পরে অস্তমিত শুকতারা ;
সাপেরা জিরায় কেয়া বনে  আঁধারে মাটির খাপে ;
আবার  কালো পাহাড়ের বুক মেলে অর্জুনের মত
দাঁড়াবে এসে কে সুমুখে ? দূরে ম্লান আলোয় দেখা যায়
ঘন সবুজ ফিনফিনে শাড়ী, বেলের স্তন ধূসর মসৃণ,
রঙীন টিলার চূড়ায় ; নীচে ঝিলের জলে চেয়ে আছে
কলমির ফুল ;  কিশোর এক- তার গন্ধ নিয়ে যায়
রোজ নৌকোয় ফিরে যেতে ; জানিনা কখন অন্ধকার মাঠে
মিশে গেছে কাকের হাট- হেলেঞ্চার ভীড় হেলায় ডিঙায়ে
গেছে কবে দুটো খাকী  হাঁস কোন কিশোরীর মধুর ডাকে ।
কে-ই-বা জানে এই সব রূপ অকৃপণ হাতে তোলে নিয়ে
গড়েছে তারে দারুণ বিধি- এপাড়ায় র'য়েই যাবে তুমি-
তারে ভালোবাসো যদি...


(রচনাকাল : ১৯৯০ ।)



.