সারা শহর ঘুরে এলাম
কোথাও সে নেই ।
সান্ধ্য আসরে গিয়ে বসবো যেই
দেখি- ঘর আলো করে
            আলাপনে ব্যস্ত
                     এক জন

সে-ই কী তবে কাঙ্ক্ষিত আইকন!

(রচনাকালঃ ২৯-১২-২০২৪)











.