( পরিবেশ আন্দোলনের কবিতা )
এখন আর দেখি না'কো- আল পথে যেতে,
পলায়নুন্মুখ মাছ... তাদের সপ্ সপ্ শব্দ...
জীবনের গান... ঘন কৃষ্ণা-ধানের ভিতর !
দেখি না, শকুন বসে আছে শিমুলের ডালে;
হাওয়ার গতি বেড়ে এলে সে শূন্যে,আকাশে
উড়ে যায় ; দল বেঁধে ঘুরে চক্র-দোলায়...
দূরদৃষ্টি নিয়ে তারা আজ গেছে কোথায় ;
ভাগাড়েও নামে না তো আর প্রাণের উচ্ছ্বাসে...
এ কোন রসায়ন, হায়! ইহাদের নিয়ে গেছে
আঁধারের ঘরে! মুমুর্ষূ বিশ্ব ডাকে শুধু মৃত ;
হৃদয়ের কঠিন অসুখে আজ সে জর্জরিত !
এ দুঃসহ জীবন থেকে মনে হয় মৃত্যু ভাল...
তবে নতুনের কোথা হবে ঠাঁই? এ পৃথিবীর
লাশটুকুও আজ ফাঁদ- সুরক্ষিত হিম ঘরে!
(রচনাকালঃ ২২-০৮-২০১৮।)
.