বড় বড় মিডিয়াগুলো লেখাজোকা যা নেবার
নিয়ে নিয়েছে আগেই;
সুন্দরী মেয়েদের এখন স্পনসর করছে
ব্যবসায়ী প্রতিষ্ঠান।
ফ্যাসন-ডিজাইন-মাফিক ড্রেস এখন তৈরী।
আমি না-কবিতা, না-প্রেমিকা, না-শাড়ির নক্সা
মাথায় নিয়ে হাঁটছি, কবে থেকেই ।
আমি হাঁটছি আমার নিউরণ পা দিয়ে
পৃথিবীর পথ ধরে ।
মানুষের ভেতর থেকে মানুষকে
এনে দাঁড় করাতে চাই মানুষের কাছে ।
ওরা তো এখন এলাকা দখলে মত্ত ;
দৌড়াচ্ছে- আমাকে দিতে চায় না
একটু জায়গা, কাজ আর নিরাপদ আশ্রয় ।
জীবিতেরা তো এড়িয়ে যাচ্ছেই
আর মৃতেরা ?
জেগে ওঠছে আবার মরতে!
অকস্মাৎ আমার নিউরণ নেচে ওঠে রণরণি
নব যুগের ট্রেন আসার সাইরেন শুনি!
কবে আমি পাব সেই ভৌতিক প্লেটফর্ম ?
কবে দেখব উদ্ভ্রান্ত মানুষেরা দৌড় ছেড়ে হাটছে ?
কবে সেই মেয়ে তার সুডৌল বুকখানা নিয়ে
জনপদ পেরিয়ে এসে বাড়াবে তার
দ্বিধাহীন হাত, আমার কাছে ?
মুক্ত হাওয়ায় হাঁটছি আমি এমনি ;
বলছি- আবার শুনছিও ;
সেই সঙ্গেই শক্তি পাচ্ছে আমার নিউরণ পা ।
(KGP01042001)
__________________
*কবি সৈয়দ শামসুল হক’এর
প্রতি শ্রদ্ধার্ঘ্য ।