আয়তন-সংকোচন নিংড়ে নিচ্ছে রস আর পাকিয়ে দিচ্ছে লিগনিন;
পাতার মসৃণতায় ঢেকে
জঞ্জাল গড়ছে
সভ্যতার নতুন কপাট
ফেলে দেওয়া দরজার পাল্লা
বৃষ্টিতে ভিজলেই ফুলে-ফেঁপে তিন প্রস্থ ভুঁড়ি !
(রচনাকালঃ ২৬-১১-২০১৯।)
.