হৃদয়োচ্ছ্বাসে
তরঙ্গে  হাসিমুখ ।
আঁকিলে হাসি
হোক না- রাশি রাশি
হৃদি পায় না (সে) সুখ!

(রচনাকালঃ ০৯-০৩-২০২৫)








.