নদী-চরে জীবন ;
বসত-বাড়ি-ঘেরা ক্ষেতের মাঠ ।
নাও’এ পারাপার ;
সকল পণ্য আসে ওপার থেকে,
কখনও বা যায় ক্ষেতের সঞ্চয়
বোঝাই হয়ে...
কবে যে আসে ওপারের ডাক !
জীবন-সায়াহ্নে এসে, বসে আছি তীরে;
বান-শেষের অলস ফেনিল জলে
পানা-এজলা যায় ভেসে
ভাদ্র-বিকেলের হ্যেলুসিনেশন-
সোনার তরী গুণে টেনে
কে যেন গেল
ঘাট পেরিয়ে
পলিতে পড়ে আছে তার পদ-ছাপ !
(রচনাকালঃ ১৪-০২-২০১৮
ও ২০-০৮-২০১৮।)
.