হ্যেলুসিনেশন- ২

চাঁদে থাকার কথা, পাকা হচ্ছে দিন দিন ;
চলছে চন্দ্রযানের কাজ ।

চাঁদ বুঝি আর স্বপ্ন দেখাবে না ;
চরকা কাটার বুড়িটাও কি
শেষে হবে পলাতক ?

পৃথিবীতে দেখছি ভিন-গ্রহীদের উৎপাত !


(রচনাকালঃ ১৫-০২-২০১৮।)














.