যৌবন যায়-
মাঝে মাঝেই  থ্রটলে হাত ;
বেগে বেরিয়ে যায়, গরম হাওয়া...

সারা শহর ঘুরে এলাম;
কোথাও সে নেই...

জীবনের জ্বালানি কি এমনিই ফুরোয়?

শেষে, নির্জন ছায়াঘন পথ দিয়ে ঘরে ফেরা ;
পড়ন্ত বিকেলের হ্যেলুসিনেশন

চোখের সামনে দিয়ে যেন কেউ গেলো
পথ কেটে-

কোন এলোকেশী ।


রচনাকালঃ ১৬-০৯-২০১৭ ।














.