তোমার এখন দিন,
আর আমার রাত্রি-
যেন জোনাকির আলোয় আলোয় পথ চলা ।
তুমি হয়তো ড্রীম-লেণ্ডে'এ আসর জমিয়ে,
আমি চলছি কোন এক তুচ্ছ কাজে-
যখন তোমার আসর ভেঙেছে ।
বলিহারি, তোমার ভাগ্যের !
ইঞ্জিনিয়ারিং কলেজে সিট জুটেছে,
ভিআইপি'দের সাথে তোমার এখন চলা-
উঠা-বসা ! আর-
আমরা- ইলু-মিলু-শিলু- হতাশার দলে !
ভাব দেখি- মাত্র ক'বছর আগেকারই তো কথা-
একেবারে কিছুই কি নয় তোমার কাছে-
একটা মেয়ের কচি মনের মায়া !
হায় রে ! তোমার ভালোবাসার গান-
সা-রে নী-রে সার !
এখন হয়তো বন্ধু তালিকা
লম্বা করে ফেলেছো অনেক ;
জানি, দিনের ঝড়ের পর-
ঘনাবে রাত্রির অন্ধকার ;
তোমারে বধিবে যে-
হৃদয়ে গোপনে বাড়িছে সে !
(রচনাকালঃ ১২-০৬-২০০০ ।)
.