যেমন দেবতা তেমন পূজো ...
তার কথা কোন দিন ভাবি নি
তেমন অর্ঘ্যও রাখি নি ...
অথচ আজ তার নাম নিতেই
শহরের বর্ষ-পুরনো জঞ্জালের ঢাঁই
সব সাফ হয়ে গেল !
তুমি আছো সব মানুষের মনে; শুভ চিন্তায় ।
দেখাও একটা মুক্ত আকাশ
আর নূতন সূর্য ।
কি আশায়, যাদু- নামলে এ সমুদ্র সাঁতারে ?
তোমাকে আজ মনের ডিজিটাল নোট-পেডে
লিখে রাখি- বড় করে
কণা ঈশ্বর
আজকে
একটি কথা জানিয়ে রাখি-
তোমাকে ডাকলেই পাব ;
প্রয়োজন নেই ফোন-ঠিকানা
কিংবা মিসড্ কল’এর ...
রচনাকালঃ ১৮-০৭-২০১৮ ।
(কাব্যঃ আলোর স্রোতে ; গ্রন্থঃ তুমি
এলে বলে ।)
.