ঝুলছে বাঁশে দুটো খাঁচা-  পেছনে ছেলে, আগে মছই মিঞা।  
একটায় ঘাই-বগী,  আরটায় দিনের-সব-শিকার নিয়া ।
চলার পথে, কাছাকাছি হ'লে খাঁচা
বগা সবে, দিলে মারণ খোঁচা;
ঘাই'টি তখন প্রাণের টানে, চেঁচিয়ে ওঠে- কওয়া, কওয়া!


(রচনাকালঃ  ২৯-০৭-২০১৯।)








____________
* ঘাই-বগী (আঞ্চলিক): যে স্ত্রী-বক বক-শিকারে
ব্যবহার করা হয়  ।