(১)
পাখির রাজ্যে চিল
পাই না কারোর সাথে তোর মিল ।
(২)
চিল- যদিও বেড়াস উচ্চে,
দৃষ্টি যে তোর সদাই নীচে ।
(৩)
মেঘের উপর চলে যাস চিল ;
দুঃখীর সাথে থেকে দুখাতে চাস না কি দিল ?
(৪)
মেধ ঝরাতে কৃচ্ছ্র-সাধনে চলিস যে ভারী
ফিরে এলে তোরে দেখি না তো শাকাহারী ।
(রচনাকাল: ১৬-১০-২০১৭ ।)
.