মনের ভিতর কবে সে এসেছিল- গুটি গুটি পা’য় !
তার দিন-ক্ষণ নেই মনে; হয়তো সে জুরাসিক কাল;
যেসব অনুভূতির ঐশ্বর্য এনে দিয়েছিল তার কঙ্কাল
রয়ে গেছে ; নক্ষত্র-দাহনে ক্লিষ্ট আসমান-তলে,
নদী-গর্ভে, অবক্ষয়-স্রোতে ভেসে আসা নুড়ি-বালুর
তলে হয়েছে সমাধি ! তবু আজও হৃদকম্পনে যেন
সে তার স্থান বদলায়- ফসিল হয়ে নজর কাড়ে!
প্রবহমান-সময় আর করোটির হিসাব-নিকাশ আজও
হৃদয়কে নিয়ে দাঁড় করায় কোন এক পাহাড় চূড়ায়
যেখানে এক দিকে নিশ্ছিদ্র অন্ধকার; আর অন্যদিকে
নব-দিকচিহ্ন; মর্মে মর্মে তারেই করি আমি অনুভব!
(রচনাকালঃ ১০-০৫-২০১৭ ।)
.