অন্ধকারে ব্যলকোনীতে দাঁড়ালে
এক আকাশ তারা-  কোরা শাড়ি ছায়াপথ ;
মাটি ছেড়ে গেলে, মানুষ কি তারা ?

খসে গেলে তারা  আরও প্রকট হয় অন্ধকার ;
রাতে যে আলো-খেলা, দিন তার কতটুকু জানে...  

ব্যলকোনীর কোন সাদা ফুল যেন-
একটা পালিত যন্ত্রণা নিয়ে বিধবা মা, বসে থাকি অন্ধকারে ;
চোখে পড়ে, পাশের টেরেস-গার্ডেন...  
আর কিছু শুকনো ফুলগাছ...

আবারও যে একটা বাসা বদল-

কি জানি- কি হয় ?


(রচনাকালঃ ২৬-০৮-২০১৭ ।)


















.