(৯)  ঋণ

বড়ভূঁঞাদের মাঠে খেঁটেই রজত মাঝি আজকের মহাজন ;
তাঁকেই সে শোনায়- ওর হাতেই না কি কত’র রুটি-রোজি...

জন্ম দিতে পারলেই কি কেটে যায় পিতৃ-ঋণ ?


(রচনাকালঃ ২৫-০৮-২০১৮ ।)






.