নিস্তরঙ্গ খাড়ি-  কোন মৃতপ্রায় নদীর সে সৃষ্টি ;
বালুর চর ফেলে সাগর রচে ব্যবধান...

এক বর্ষাই শুধু লিখে মিতালী  
         সকল রাখঢাকের বেড়া ডিঙ্গিয়ে  ।

(রচনাকালঃ  ১৬-০৭-২০১৮।)



.