(৭)  বাঁচার লড়াই

লক্ষ্যটা উজানে স্থির জেনেই
দাঁড় নিয়েছো হাতে ;
বলছো- যাচ্ছো না ভেসে; ভেসে যেতেই বা কতক্ষণ...

একটা স্থানে ভেসে থাকতে হলেও
আছে পেশীর লড়াই ।

(রচনাকালঃ ০১-০৭-২০১৮।)







.