(১৬)   সুখের কুড়া

অবহেলার কাঁদা-জল ঠেলে দাঁড়াতে চায় দুঃখী শালুক
ভার বহনে যে অপারগ...

সুখের কুড়া তাড়াহুড়া করে ফেলে পা শালুক-পাতায়
আর পার হয়ে যায় ঝিল ।


(রচনাকালঃ  ১৫-১১-২০১৯ ।)





___________
* কুড়া: এক রকমের পাখি ।