(১৩)  বাস্তব অভিজ্ঞতা

বিলাত দেশটাও মাটির ।

উপরে ও নীচে-  উভয় দিকে
শাখা-প্রশাখা বিস্তার করলে পরে সে গাছ ...

তিন প্রজন্ম পেরোলে পরে- তবেই চেনা যায়
পায়ের তলার মাটি ।


(রচনাকালঃ ১৭-০৯-২০১৯।)



.