(১১)   প্রেমের ফুল

কাঁটায় ও জালে আটকানো খোঁপা, দিনের বেলায় যেখানে ফেঁসেছিল
একটা প্রেমিক মন ; রাতে খুলে বার করছে পেশীবহুল হাত...

জানলে  না তো, কোথায় ফোটে আছে প্রেমের ফুল ?


(রচনাকালঃ ০১-২০-২০১৮।)









.