(রম্য কাব্য)
পঞ্চাশোর্ধ্ব জীবন
প্রায়াসন্ন অন্তিম লগন
বকেয়া পাওনা গচ্ছিত রেখে ।
পঞ্চাশোর্ধ্ব জীবন
নিঃশ্বেষিত-প্রায় মূলধন
অপ্রত্যাশিত কিছু মনে রেখে ।
পঞ্চাশোর্ধ্ব জীবন
ভিন রাজ্যে বিচরণ
মনুষ্যেতর প্রাণীর ধার ঘেঁসে !
রচনাকালঃ ২৮-০৬-২০১৯।
.