কোথা তুমি,  পিতৃদেব ! খুঁজি  নিজ  মনে
গহীন    জলধি-জলে    জহুরী   যেমতি !
পুনঃপুনঃ   নিরখিয়া   অন্তরেতে   গোনে-
স্মৃতির  অতলে  হেরি-  কত  হীরা-মোতি!
ক্ষুদ্র-বিদ্যা-বুদ্ধি-যোগে   বিচারিয়া   যাই ;
বারে   বারে  মনে  হয়- এ  যে  রত্ন নয়।
আমার   ভুবন  কাঁদে-  নাই,  কিছু  নাই !  
জননীর    সনে    চলি   ব্যাকুল   হৃদয় ।

অবশেষে  গিয়ে  দেখি  পালারের* বুকে-
ফিরিছেন  জননী   যে  জল   লয়ে  ঘটে ।
শুনি কথা, ক’ন মোরে- শোন, বলি তোকে-
সারা দিনই  খাটে  সে  তবু  এ  যে  ঘটে;  
পিতৃ-স্নেহ নদী এক,  জেনো- অন্তঃস্রোতা।
বোধোদয়   হ'ল    শুনি   জননীর   কথা ।

(রচনাকালঃ ০৫/১১/২০১৬ ।)





____________________
* পালার দক্ষিণ ভারতের একটা
অন্তঃসলিলা নদী ।

** কাব্য: শ্যমলী মায়ের কোলে ;
গ্রন্থ: তুমি  এলে  বলে ;
কপিরাইটস্ : © ২০২০ পিসি ।