.         ১)

    ফুঁসিছে ফণী ;
দিগন্তে  শুনি  তার
    কম্পন ধ্বনি ।

          ২)

     সাম্যবাদিনী !
  গরীব  কিংবা  ধনী
     জানে না ফণী।

           ৩)

বাবুরাম, কোথা ওরে !
ফণীটারে   আন ধরে ;
রেখে দেয় ডালা চেপে
চাল দেব বিনা মেপে ।


(রচনাকালঃ  ০৩-০৫-২০১৯।)






.