একটি বছর পরে, নববর্ষ-দিন শেষে
দিনের ধূলো যবে শীতের আঁধারে গেলো মিশে-
ক্লান্ত দেহে,
জীর্ণ গেহে-
একাকী আমি থাকি বসে !  

(রচনাকালঃ ১৯-১১-২০১৭।)











.