আমার ছোটখাটো না-পাওয়াকে
প্রায়শই প্রশ্রয় দি’ই নাই-
পাছে, অধিক-পাওয়া হাতছাড়া হয়ে যায় ।
সেই সুযোগে ওরা আমার ছোট্ট ছোট্ট পাওনাকে
একটা একটা করে গলা টিপে মেরেছে অনায়াসে;
আমি মনকে ‘বাদ দাও’ বলে
কাজ করে গেছি অক্লান্ত ।
ফলে,ফ্যাক্টরীর উত্পাদন বাড়লো,
আমার ঘামে ইনচার্জের নাম হ’ল-
আর আমি ? ছাঁটাই হলাম
সারপ্লাশ শ্রমিক বলে ।

তারপর আমার উপর
আছড়ে পড়ে জীবনের ঝড়ো হাওয়া;
অনেক কিছু হারিয়ে
কারখানার সদর দরজা ছাড়িয়ে
যখন এসে দাঁড়ালাম ময়দানে
বিপ্লব রায়ের আহবানে ।
সত্যই, খোলা মাঠে এসে
পেয়ে যাই অনেক

আমারই মতো
শোষিত–নির্যাতিত ছাঁটাই শ্রমিক ।

(KGP23112000)  













.