একদিন সূর্যমুখী মুখখানা, হায় !
দেখিব না আর ; দেখিব না অশ্রু-ভেজা
ঠোঁট শেফালীর কোমল ঘাসের গায় ;
কুয়াশায় ভিজে আছে, আহা ! ভরা, কাঁচা
মনোহর শালি ধান কার্তিকের মাঠে-
দেখিব না উঠোনের চড়াই মেতেছে
ধূলি স্নানে, মোর কাছে ; সূর্য গেলে পাটে
ঝিঁঝিপোকা একা একা ডেকে, থেমে আছে-
জানিয়াছি আমি, মনে আসে এই সব
কেন ? সে আজও আছে শ্রীভূমি-প্রান্তরে
পথে, মাঠে-ঘাটে ; তাই মরণ মন্থরে
বুঝি ডাকে ; 'একটু সময় আমি নেব'-
বলে পড়ে থাকি মাঠে ; তারারা আঁধারে
আবার জ্বলে, আমার স্বপ্নের ভিতরে-
(রচনাকালঃ ১৯৯০ ও ০৭-১০-২০১৬ ।)
© পিসিএস ।
.