(১০৪) সাঁঝের ওপারে
সন্ধ্যা ঘনিয়ে এলে
চিল মুছে ফেলে- গায়ের সোনালী রঙ
বসে থাকে- নেড়া শিরীষের ডালে
অন্ধকারে
(রচনাকালঃ ১৪-০১-২০২৫
ও ২১-০১-২০২৫)
.