. ৯) প্রত্যাশা (হাইকু)
মোরা দু'জনে
থাকিব এ বিজনে
নিজ সদনে ।
১০) হঠাৎ কবি
হঠাৎ কবির হঠাৎ চাওয়া
পদ্যে বলে গদ্যে হাওয়া ।
১১) কষ্ট
কষ্ট কেবলই তার বাড়ে
যে অন্যের ক্ষুদ কাড়ে ।
_____________________________
সূত্রঃ ৯) ২২/০৭/২০১৭,
১০) ১৮/০৭/২০১৭ এবং
১১) ২৭/০৭/২০১৭ তারিখের কবিতায় মন্তব্য ।