শরৎ আসিল ফিরে বরষার  শেষে;
জল-হারা-মেঘ ওড়ে ভেসে ভেসে।
চাঁদেরে করিয়া মিতালী
স্বপনে ভাসে বনের শিউলি;
ভোরে তার সজল আঁখি- পড়ে থাকে ঘাসে!

(রচনাকালঃ ২৪-০৯-২০১৮ ।)









_________________
* কাব্য: শ্যমলী মায়ের কোলে ;
গ্রন্থ: তুমি  এলে  বলে ;
কপিরাইটস্ : © ২০২০ পিসি ।
.