গৃহস্থ কুমারী তুমি, বিদায় বেলা দাঁড়িয়ে
মা'র পিছু পিছু দরজায়- চৌকাঠে ঠেস দিয়ে ।
সেই ছবিটি মনে আনে আমার- পাড়াগায়ের
কাজল কিশোরী কোন এক আনমনে
ছেড়ে খাকী হাঁস, চেয়ে আছে দূরে বনে -
যুগল শালিক যেথা ছায়া ফেলে যায় কুয়াসার
চাদরে ঢাকা রুকনির কালো জলে-
ভালোবাসা কি জেগেছিল তার মনে ?
পৃথিবীর এই ক্ষুদ্র প্রান্তর- আমার সোনার মাটি
সাদা-বাদামী বালুতট, পুড়ে ছাই ! আবার বৃষ্টি
কবে হবে- কেয়া বনে সাপের দীর্ঘশ্বাস
মনের বয়স বাড়িয়ে দিয়ে যায় ! হঠাৎ বুঝি শ্রান্ত দেহে
রক্ত দমে গেছে- শিথিল হ'লে তার ; মৃত্যু এসে
চুমে যাবে কবে শুষ্কচর্ম শীতল লোল ! চোখের
সামনে রাশি রাশি পাঁকা চুল- বকেরা হারিয়ে যায়
দূরে ধূয়াসায় ; ঠিক মনে আছে- গোধূলির ঝাপসা
অন্ধকারে, কিশোর এক দড়িহাতে তার তরে
আলপথে যেতে, দেখা হয়েছিল আমারই সাথে-
(রচনাকালঃ ১৯৯৩ ।)
© পিসিএস ।
.