( পরিবেশ  আন্দোলনের কবিতা )  

ডাম্প ইয়ার্ড-  শহর পেরিয়ে অল্প দূরে ;
ধূম্র আর দুর্গন্ধ বাতাসে ছড়ায়-
সামনে-পেছনে, ডাইনে ও বাঁয়ে ;
আশেপাশের গ্রাম, খেতের মাঠ  
তা'তে বিরক্তি জানায় ।

এক কালের চাষা ;  আজ তাদের
অলি-আওলাদ শহরের বাসিন্দা-
গাঁ'য়ের মাটিতে খুব একটা পা রাখে না ;
সরকারী মাইনেতে মাসকাবার ;
এটিএম থেকে টাকা তোলে,
কিনে খায় ;

শুধু সলিড ওয়েষ্ট,  ইয়ার্ডে পাঠায় !


(রচনাকালঃ ০১/০৪/২০১৭ ।)







.