...ও পথে আমি অনেক হেঁটেছি, আজ ক্লান্ত
পর্ণ ছায়ায় ! হাওয়াটা কোন দূর দেশ হ'তে আসছে-
হয়তো বা কবে বিরহ-নিঃশ্বাস-সম ছড়িয়ে গেছে
পাতা অন্তরালে- কে-ই বা জানে তা ;
সারি সারি গাছ সব কা'র- লাগানো'ই বা কা'র-
তন্দ্রাঘন-শাখা-পল্লবে মিশে আছে অন্ধকার !
আমাকে কে বলেছে-  ও পথে পা দিতে ?
কেউ না ; তবুও আমি ভালোবাসি আপন নিয়মেই-
এই পথ, এই ঘাট, দেবীর মাঠ- সব চেনা ;
বন ফুল গন্ধ এলায়, আমার ঘুম আসে-

(..আমি এসেছি প্রিয়তম ! তোমার বিনিদ্র রজনীর
আজি শেষ- থাক তব দীর্ঘ প্রতীক্ষার ভার !
এই চোখ মুছে দিলাম- এসো প্রিয়, এ___ সো...)

তী__ তু!  তী__ তু !
কী একটা মধুর সুরে বুঝি ঘুম ভেঙে যায় ;
আঃ এসেছো প্রিয়ে ?

না তো !   পাখি ডাকছে যে ! দোয়েল


না কি আলতা পরী ?


রচনাকালঃ  ১৯-১০-১৯৯৪,
DBP




.