১) বিচ্ছুরণ
এক বিন্দু নীল ব্যাথা
কোথা হতে এল এ অন্তরে
ছড়ালো কেমনে
ক্রমে ক্রমে !
বিচ্ছুরণ যে দেহে
সীমান্তে, অঙ্গে অঙ্গে...
২) পরিশোষণ
অহল্যা-পাষাণ বসে আছি
সর্বাঙ্গে ব্লু-মেটাল গ্রানাইট আঁকা !
একটাই অপেক্ষা-
কবে আসছো তুমি ?
পরিশোষণ
তুলে নেবে সকল ব্যাথা...
(রচনাকালঃ ২১-১০-২০১৭।)
.