শব্দগুলো বেরিয়েছিল
কোন শ্রুতিকার খোঁজে ;
ভেবেছিল- ঘটাবে, অনুরণন ।
সাজানো ছিল বাগান রকমারি ফুলে ;
বৃষ্টিরও একটা পূর্বাভাষ ছিল-  
মেঘ-বালিকার হৃদয় মেতেছিল খেলায়-
রাঙা-ফড়িং'এর সনে ।
পৃথিবীর সব ক’টা দরজা
ছিল হাট করে খোলা ;
মন-জানালাটা খুলতেই
উড়ানুন্মুখ শব্দ-পায়রা যত
দপ-দপিয়ে গেলো ওড়ে !
তারপর-
আর ফেরে নি !

শব্দ ক'টা কেমনে বেরিয়ে গেলো-
তা'র জবাব মেলে নি আজও !
মনে হয় এখনও
এত্ ত সব কথার কী-ই-বা দরকার ছিল !

মেঘ-বালিকা বৃষ্টি দিয়ে
এখন দূর হাওয়া !
কানের কাছে, শব্দেরা এখন
হয়তো বা মৃত,  না হয় ক্ষেপা-

মেহের আলি যেন-
এখনও বিড় বিড় করে-
তফাৎ যা !


(রচনাকাল: ২৭/১০/২০১৬ ।)