.
(১)
ডানার ঝাঁপি
তুলে- ভোরের পাখি
উঠিল ডাকি।
(২)
গেল সে পাখি
অরুণ আলো মাখি
সীমান্ত ছাড়ি।
(৩)
ক্লান্ত পাখায়
ফিরে পাখি সন্ধ্যায়
নিজ কুলায়।
(রচনাকালঃ ০৬-০২-২০২০।)
_________________
* কাব্য: শ্যমলী মায়ের কোলে ;
গ্রন্থ: তুমি এলে বলে ;
কপিরাইটস্ : © ২০২০ পিসি ।
.