দুয়ারে পা রাখতেই স্যানিটাইজার ...

এই তো ক'দিন... উঠোনে দেখলে
প্রথমেই  বলতে-   এসে বসতে;
কখনও পুজোর দিনে- চন্দনের ফোঁটায়
অথবা সুগন্ধি জলের স্প্রে'তে
ছুঁয়ে থাকতো মন
            সারাটা দিন !

এখন ভাবছি-  বেঁচে থাকলে, হাতের চামড়ায়  
পড়লোই বা অচেনা ভাঁজ...

ভয়ঙ্কর এক জীবনের পথ ধরে হাঁটছি
সামাজিক দূরত্ব বজায় রেখে;
নিজের প্রশ্বাসেও যেন আর বিশ্বাস নেই ;
সামনে এগোলে-  অপরকেও যে
ঠিক করে নিতে হচ্ছে মাস্ক ...

অতঃপর
জীবন-যন্ত্রণাও ক্রমশ: ঊর্দ্ধমুখী
নিশ্চুপ ঘরের দেয়াল বেয়ে
       আর এ স্বগত-উক্তি
                সব উপচারের উল্টোদিকে-

আদর্শ কর্ম-বিধি বাঁধা আছে
মৃত্যু-দুয়ার অবধি !  


(রচনাকালঃ ৩০-০৮-২০২০।)






.