ক)  করোনা ধাঁদা

খালি চোখে অদেখা- তাও আবার কাঁটায় ভরা !
হাঁচি-কাশি বাহী,  করছে- ধরাকে সরা ;
পশু নয়- পাখি নয় যে
থাকে সে দেহে- সাধু সেজে ।
নর দেহে সে মারণ-জ্বালা; হাওয়ায় যেন মরা!

(রচনাকাল:  ০৩-০৪-২০২০।)


খ)  কোভিড-১৯
     (তানকা- ৪)

ভুল করো না ;
জালিম এ করোনা-
থাকো গো ঘরে।
যদি না মানো-  মানা
নিশ্চিৎ সে দিবে হানা।


(রচনাকালঃ ২৭-০৩-২০২০।)





'