ঘুমিয়ে ছিলেম-
খোঁসার চাদর-তলে ;
ছিলেম সুখে ।
লুকিয়ে ছিল সব স্বপ্ন-আশা
সুস্থ-সবল মাটি
আর আলোর ভালোবাসা ।
কে এসে, হেসে খেলে,
ছড়িয়ে গেলে-
মোহের কুয়াশা...
আর্দ্রতা ।
তাই অঙ্কুর !
জানি- সে শুকিয়ে গেলে,
হবে না গাছ- হ’বে না
কোন ফুল ; মরে যাবে সব-
বাঁচার সম্ভাবনা ;
তাইতো-
শতেক ভাবনা-
আর
এত ব্যাকুল !
(রচনাকালঃ ২২/১২/১৯৯৯ ।)
.