(মাদক দ্রব্য বর্জন আন্দোলনের কবিতা)

এসো না একবার বিবেকের এক-সমতলে...
প্রেম আর বাস্তবতায়...যেখান থেকে শুরু-
সেখানে গিয়েই না হয় দাঁড়াই...

মনে পড়ে কি ?  তখন কলেজ জীবন...
তুমি সিগারেট ধরলে; কলেজ-গার্ডেনের তরুছায়া দিয়ে,
যেতে যেতে সুখটান... আমি জিন্স্‌ পরে...
তোমার অনুগামী...

আহা, দেখো! দূরে, গোছা-ধানে ভরে আছে
শরতের মাঠ ; আল সব ধরে আছে জল !
এই ছাড়লাম জর্দা...নিকটিনের নৈকট্য...
জেনে-শুনে বিষ-পান...
ভয় বলে একটা কিছু থাকা ভালো ;
কর্কট-গর্ত দেখা দিলে, জেনো-  
সব জল গোলে যাবে সেই ফুটো দিয়ে...

তুমি-আমি কোন পাত্রই কি পারবো আটকাতে?


(রচনাকালঃ ১২-০৮-২০১৭ ।)











.