কী বিত্ত-বৈভব ভীড় ছিল; আজ রিক্ত
তুমি- বিরহী আত্মার ক্রন্দিত প্রকাশে!
পারি নি যে সত্য-মূল্য দিতে; অশ্রু-সিক্ত
চোখ শুধু চেয়ে গেছে শিথিল আবেশে!
সোপর্দ অনুভবও যে লুটে পড়েছে
ব্রজ-কণায়! ঢেকেছে মুক্তো-মাখা রূপ
বারবার কালো মেঘে! মম চোখে মিছে
খুঁজেছিলে প্রতিলিপি; হয়েছো বিরূপ!
হয়তো এ এক পাপ- প্রায়শ্চিত্ত নেই ;
রুদ্ধ দুয়ারে নীলাভ আর্তনাদ শুনে
খুঁজেছি কোন উত্তর- হারিয়েছি খেই !
অব্যক্ত ভাষায় তাই যে আঁকি নির্জনে
একে অন্যে পরস্পরে আজকের ছবি।
শুধু স্মৃতি কণা ধরে কালকের কবি।
(রচনাকালঃ ০৬/০১/২০১৭ ।)
(কাব্য: অচেনা আলোয় ;
গ্রন্থ: তুমি এলে বলে ;
কপিরাইটস্ : © ২০২০ পিসিএস।)
__________________
* কবিতাটি পল্লব কুমারের লেখা ‘বলিতে
পারিনি তোমায়’ পড়ে লেখা ও কবিকে
উৎসর্গীকৃত।