(বি জ্ঞা ন ক বি তা)
যত দেখছি-
ততো আমি আবাক হচ্ছি !
পাহাড়-নদী- সাগর-মরু
কোন কিছুই কি- কিছু নয় ?
অপ্রতিরোধ্য তুমি ;
কে আছে- তোমার পথ আটকায় !
রোদ-বৃষ্টি-ঝড়,
রাউণ্ড-দা-ক্লক আছো পাশে...
প্রিয়তম, তোমার কাছে বল- কী রাখঢাক...
৩৬-২৪-৩৬ ইঞ্চি নারীদেহ,
কিবা ক্রাষ্ট-মেন্টল-কোর
ছুঁয়ে যাচ্ছ অবলীলায়...
এসো এবার,
আমার বুকে- নিউট্রিনো,
কান পাতো,
জেনে নাও-
'পৃথিবীর কান্না' !
(রচনাকালঃ ৩০-০৭-২০১৭ ।)
.