চোখ বুজে সই, রই শোয়ে, ঘুম আসে না দুই চোখে ।
রহি-রহি কার স্মৃতি যায় মোর হৃদয় দহি ।
মুক্ত আছে দুই বাতায়ন মুস্করায়ে যায় সমীরণ ।
পশ্চিম দিগন্তের বাঁকা চাঁদ চায় আড়চোখে ;
শরাবী তারা মারে আঁখির তীর শতত বুকে ।
শুধু ক্ষীণ প্রদীপ খানি নিবে যায় যেন অভিমানী।
বাহিরে শুন নীরব পাপিয়া কাছে নেই কি পরান-প্রিয়া ।
তোমার রাহ ঘুরতে ঘুরতে শুনি দোয়েল ডাকে প্রাতে ।
চোখ বুজে সই, রই শোয়ে, ঘুম আসে না দুই চোখে।
.