বাঁশের পর্ব  খান-কয়েক  এনে  গিন্নী
কলাপাতা  যোগে  ভরেছে চাল- বিন্নি।
জ্বলছে খড়ের আগুন-  
কর্তা ধোঁঁয়াশা-বিলীন;
শীত-ভোরে দাঁড়িয়ে পাশে মেয়েটি তন্বী।


(রচনাকালঃ ১৪-০১-২০১৮।)














.