পথের তো শেষ নেই...
সামনের চড়াই পেরিয়ে কি শান্তির বাসা?
রাতের মতোই যে ঘুম পাচ্ছে দিন-দুপুরে...
বাতাসের সংলাপ চলছে, চলবে...
পাড়ার অলিগলি যখন ডাল-সম্ভাষে বুঁধ;
সেল-ফোনে তখন গান-
এমনি করে যায় যদি দিন যাক না...
পুড়ে ক্যালোরি নিঃশেষ না হলে মেদ ও স্ফীতি ।
ইতিহাসের সিলেবাস থেকে
আম–জনতার ঘাম–ফেলা চ্যাপ্টার বাদ দিলে
বাঁচে
ডিক্স-স্পেস...
ওরাঙওটাংয়ের লেজ খসার পেছনে
আছে অব্যবহার ;
মূল জীবন থেকে সরে আসা স্বপ্ন-আশা
দিনদিন ছিন্নমূল করবে না তো ?
(রচনাকালঃ ২৮-০৯-২০১৭।)
.