আবগারী–দপ্তর-কর্মী জেনে, চারুর পিতা বলে- জামাই হয়েছে খাসা!
কিন্তু বছর গড়াতেই শ্বশুরকে দেখে, পাড়া-পড়শীর মনে সন্দেহ করে বাসা ।
শেষে  একদিন যবে, হৃদ-রোগে ধরে তারে;
খবর শুনে মেয়ে, ছুটে আসে বাপের ঘরে;
অশ্রু মুছে কহে, কানে কানে- ও বাবা! আমার টাকা-পয়সা...

(রচনাকালঃ ২৮-১০-২০১৮।)  








.