সারাটা বছর খাটি- চাষার জীবন ;
কখনও সর্বস্বান্ত বন্যায়, কখনও খরায় ।
হায় রে! ফুলবতী ধানক্ষেত আমার !
তুই যে এখন ভেজা নেকড়া, বানের জলে...
বড় দুঃখ রে ! মাপার মতো
নেইকো কোন ফিতে...
বুঝি না– শরতের মেঘ কেন
আবার ফালাকাটা চাষ-জমি আঁকে আকাশে !
(রচনাকালঃ ১৭-০৮-২০১৭।)
.