তুমি ফুল-মঞ্জরী, আমি- পাতা ;
মনে পড়ে, কি ভাষায়
হ'তো মোদের কথা ?
বেদনার স্বরূপ তুমি,
ঘিরে ছিলেম আশার 'আমি'-
শ্যামল তরু-নীড়ে ।
বসি নিরালায় শাওন রাতে
লিখেছি কত গান ;
এঁঁকেছি কত ছবি হৃদয়-পটে ।
শুধু বার বার
হায় ! কেঁঁদেছে এ প্রাণ-
তুমি কাছে থেকেও
নেই কেন মোর কাছে !
সাধ ছিল মনে-
ফাগুন মন্দ বায়ে
উতলা তোমার প্রাণে
লাগবে যবে দুল
আবেশে কত চুমিব কপোল
বলিব হৃদয়ের কথা
পুলকে তোমায় বার বার ।
আসিল ফাগুন যবে
আঁঁধারে ফুটিলে কবে-
দেখা তো হ'ল না- হায় !
ফুরালো মুঢ়ের রাতি
রবিকর যবে পশিল প্রাতে ।
জেগে ওঠে দেখি-
বেদনার শিশির-অশ্রু মোর
কোলে রেখে তুমি
আছো পড়ে নীরবে ঘাসে !