ওখানে ডোবা ছিল, ছিল জলে কলমি লতা ;
মাঠও সবুজ ছিল আর আকাশে মেঘের ভেলা ।
অপেক্ষা ছিল একটা বিকেলের-
তোমার খৈ-রাঙা হাঁঁস কবে
ফিরে আসে লাল পায় ।

কিন্তু এখন, একি !
শুখা প্রান্তর, শুকিয়ে গেছে পাত-কুয়া,
হাজার গফুর কাঁঁদে, মাঠ চেয়ে চেয়ে !

তুমি এবার নেমে এসেছো পথে-
শূন্য জলের কলস কাঁঁকে ।
পাড়ার মস্তান এখন জাগে ;

কবে যে আসে কর্পোরেশনের গাড়ি
কে জানে !


(SAD01092001)



.